COP29 কি? | কোপ 29 কী?
COP29 হলো জাতিসংঘের আয়োজিত আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কনফারেন্স অফ পার্টির (COP )২৯ তম অধিবেশন।
COP-এর পূর্ণরূপ কি?
COP এর পূর্ণরূপ হলো Conference of the Parties.
COP গঠনের উদ্দেশ্য কি?
অনুন্নত এবং উন্নয়নশীল দেশের আবহাওয়া ক্রমশ অবনতির দিকে যাচ্ছে এবং তীব্র গরমে পরিস্থিতি খারাপ হচ্ছে। এজন্য জাতিসংঘ প্রতিবছর (COP) সম্মেলনের আয়োজন করে। যাতে আলোচনা, গবেষণা এবং তহবিল সংগ্রহ করে সম্ভাব্য সকল চেষ্টা করা যায়। যেটি পুরোটাই কল্যানমুলক কাজের অন্তর্গত। যাতে করে আগামীর বিশ্ব থাকে সুন্দর এবং সুসাস্থ্যকর।
COP কখন প্রতিষ্ঠিত হয়েছিল?
কোপ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৫ সালের মার্চ মাসে জার্মানে । এরপর থেকে ধারাবাহিকভাবে প্রতিবছর এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ।
২০২৪ সালে COP কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
২০২৪ সালে অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকুতে। এবারের তহবিল সংগ্রহ হয়েছে ৩০০ বিলিয়ন মার্কিন ডলার। পর্যাপ্ত পরিমান অর্থ সংগ্রহ না হওয়ায় সাহায্য আরো বাড়ানোর আহ্বান জানিয়েছে The United Nations Framework Convention on Climate Change (UNFCCC) .
COP-এর ভবিষ্যৎ কি?
২০২৪ সালের ১১ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে বিশ্বে পলিথিন ব্যবহার কমানোর উদ্যোগকে অনেকের মধ্যে মতপার্থক্য দেখা গেছে। এছাড়াও রয়েছে নদী ভাঙ্গন যেখানে বাংলাদেশসহ এশিয়ার অনুন্নত এবং উন্নয়নশীল দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো বাস্তুচ্যুত হবে খুব দ্রুত। অনাবৃষ্টি, খরা, অতিবৃষ্টি, অসহনীয় তাপমাত্রা বৃদ্ধি, নদী ভাঙন , বন্যা, ঘূর্ণিঝড় ইত্যাদি মোকাবেলা করা খুবই চ্যালেঞ্জিং হবে। কিন্তু এর কার্যকর পদক্ষেপ নিতে মতভেদ দেখা যাচ্ছে উন্নতদেশ গুলোর মধ্যে।
You can also watch this.
ধন্যবাদ
চিন্তালয়