রতন টাটা বিশ্বের একজন অন্যতম শিল্পপতি টাটা গ্রুপের চেয়ারম্যান এবং সমাজসেবী ছিলেন। । তিনি ভারতীয় বংশোদ্ভূত ছিলেন। তার জীবনটা অনেকটা গোলকধাঁধার মতো। তার পূর্ববর্তী প্রজন্ম এসেছিলো পারস্য অর্থাৎ ইরান থেকে। তার বাবা নেভাল টাটাকে তার দাদা-দাদির দত্তক নিয়েছিলেন। নেভাল টাটা বিয়ে করেন সুনি টাটাকে। এবং ১৯৩৭ সালে জন্ম হয় রতন টাটার। ১৯৪৮ সালের তার বাবামায়ের ছাড়াছাড়ি হয়ে যায়। তার একটা ছোট ভাই আছে নাম জিমি টাটা। পরে তার বাবা আবার বিয়ে করেন সিমোন টাটাকে। নোয়েল টাটা সিমোন টাটা ও নেভাল টাটার সন্তান এবং রতন টাটার সৎ ভাই।
তিনি কর্নেল ইউনিভার্সিটি কলেজ অফ আর্কিটেকচার থেকে স্থাপত্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি ১৯৬২ সালে টাটা গ্রুপে যোগ দিয়ে টাটা স্টিলের উদ্যোগ নেন। জেআরডি ১৯৯১ সালে অবসর নেওয়ার পরে টাটা সন্সের চেয়ারম্যান পদে নিযুক্ত হন। তার সময়ে তিনি টাটাকে আরো বড়ো পরিসরে বিনিয়োগের সিদ্ধান্ত নেন । টাটা গ্রুপ টেটলি, জাগুয়ার ল্যান্ড রোভার এবং কোরাসকে তার নেতৃত্বে অধিগ্রহণ করেছিলেন এবং টাটাকে সারাবিশ্বব্যাপী বিস্তৃত করার জন্য ৪০ টিরও বেশি কোম্পানিতে বিনিয়োগ করেন। এবং 21 বছরে টাটা গ্রুপের নেতৃত্বে, রাজস্ব বেড়েছিল ৪০ গুন্ এবং মুনাফা ৫০ গুণেরও বেশি।
২০২৪ সালের ৯ অক্টোবর রতন টাটা মুম্বাই হাসপাতালে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
বাবামায়ের বিচ্ছেদ তাদের দুই ভাইয়ের জীবনকে মানসিক শান্তি দিতে অক্ষম ছিল যার কারণে তারা চিরকুমার থেকে গিয়েছেন। একরহস্যময় ভীতি তাদেরকে ঘিরে রেখেছিলো।
চিন্তালয়