শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন নিহন হিডানকিও

২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, জাপানের পরমাণু যুদ্ধ থেকে বেঁচে যাওয়া নিহন হিডানকিও।

১৯৪৫ সালে জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা পার মাণবিক বো মা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের নিয়ে গড়ে ওঠে এই পরমাণু অ স্ত্র মুক্ত।
সংগঠনটি, হিবাকুশা নামেও পরিচিত।

যাদের লক্ষ্য ছিল বিশ্ব পরমাণু অস্ত্রমুক্ত করা। নোবেল কমিটি জানিয়েছে, “তাদের এবার নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় যাতে তাদের পরবর্তী প্রজন্ম এই বিষয়ে উৎসাহিত হয়।
পার মানবিক অ স্ত্রমুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টায় অনন্য উদাহরণ প্রদর্শনের জন্য শান্তি পুরস্কার পাচ্ছে যেনো,পার মানবিক অ স্ত্র আর কখনই ব্যবহার না হয় ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন