মুরগির বাচ্চা বা মাঝারি আকারের মুরগি কিনলে দুই মাসের মধ্যে এগুলো দুই কেজি ওজনের হয়ে যায় যা বিক্রি করে আপনি অনেক লাভোবান হতে পারবেন।
এছাড়া মুরগির ডিম বিক্রি করেও অনেক টাকা আয় করতে পারবেন।
মুরগি পালন দুই ভাবে করা যায়। একটি হলো আবদ্ধ বা স্বল্প জায়গায় আটকে রেখে। অন্যটি হলো খোলা ভাবে বা সারাদিন ছেড়ে দেয়া থাকবে তারপর সন্ধ্যা হলে ঘরে আটকানো থাকবে।
এর মধ্যে সবচেয়ে ভালো উপায় হলো আবদ্ধ পদ্ধতিতে। কারণ এতে বেশি মুরগি পালন করা যায়, রোগব্যাধি কম হয়।
এক্ষেত্রে মুরগিকে বেশি বেশি খাবার খাওয়ানো এবং খামার পরিষ্কার রাখতে হবে, নিয়মিত টিকা এবং অসুস্থ হলে ওষুধ খাওয়াতে হবে।
এভাবে কাজ করলে আপনিও লাভোবান হতে পারবেন এবং বেশি বেশি আয় করতে পারবেন । প্রয়োজন শুধু শুরু করে দেওয়ার।