বিশ্বের উন্নত দেশ গুলো কেন আর্থিকভাবে সফল এবং কেন অনুন্নত দেশগুলো ব্যর্থ হয় সেই গবেষণার জন্য তাদেরকে পুরস্কার দেওয়া হয়।
রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস বলছে, ড্যারন অ্যাসেমোগ্লু, সাইমন জনসন এবং জেমস রবিনসন ২০২৪ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কার জিতেছেন “কীভাবে প্রতিষ্ঠানগুলি গঠিত হয় এবং সমৃদ্ধির উপর প্রভাব ফেলে”।
তিন বিজয়ীই মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেন। অ্যাসেমোগ্লু এবং জনসন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কাজ করেন। এবং রবিনসন শিকাগো বিশ্ববিদ্যালয়ে গবেষণা পরিচালনা করেন।
২০২৩ সালে , হার্ভার্ডের অর্থনৈতিক ইতিহাসবিদ ক্লডিয়া গোল্ডিন নারী ও পুরুষের মধ্যে মজুরি এবং শ্রমবাজারের বৈষম্যের কারণগুলি তুলে ধরে তার কাজের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন ।