মার্কিন যুক্তরাষ্ট্রে শূকরের দেহে মিলল বার্ড ফ্লু (H5N1) প্রা ণ ঘা তী মহামারী

Picture : CDC and NIAID

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার শূকরের দেহে মিলল প্রাণঘাতী বার্ড ফ্লু (H5N1)। এই জীবাণু(H5N1) খামারের পালিত শূকর এবং বন্য শূকরে পাওয়া গেছে। ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এ তথ্য নিশ্চিত করেছে।

বার্ড ফ্লু(H5N1) উৎস হলো 2009-2010 সালে (H1N1) ফ্লু মহামারী থেকে। তখন এটি দেখা গিয়েছিলো প্রাণী এবং পাখির দেহে।

H5N1 বার্ড ফ্লু কি?

(H5N1)বার্ড ফ্লু হলো এমন একটি জীবাণু যেটি সাধারণত পশুপাখির মধ্যে সংক্রমণ করে, মানুষের মধ্যে তেমন দেখা যায় না। কিন্তু এর মধ্যে থাকা ইনফ্লুয়েঞ্জ শরীরের ফুসফুসের মধ্যে আক্রমণ করে। যার কারণে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ব্যাঘাত ঘটে। যেটি কখনো কখনো মৃ/ত্যু পর্যন্ত ঘটাতে পারে। খুবই বিপ/জ্জ/নক একটি ভাইরাস। (H1N1) এর তুলনায় (H5N1) বেশি ঝুঁকিপূর্ণ। এছাড়া এটি ছোঁয়াচে রোগ। অর্থাৎ একটি শূকর নাকের হাঁচি-কাশিতে পুরো খামার সংক্রমণ হওয়ার সম্ভাবনা অধিকতর।

সুতরাং বাণিজ্যিকভাবে শূকর পালন খুবই ভয়াবহ পরিণতি হবে বলে মনে করছেন গবেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন