আজকে আলোচনা করবো পুরুষের উপর নির্ভরশীল না হয়ে মহিলারা কিভাবে সংসারে বাড়তি টাকা উপার্জন করতে পারে।
এর জন্য প্রথমে দরকার মানসিক প্রস্তুতি বা ইচ্ছাশক্তি। কারণ আপনি কোনো কাজ শুরু করলেন এবং দ্বিধা দ্বন্দে ভুগলেন এতে আপনার লক্ষ্য অর্জন হলো না আবার সময় ও নষ্ট হলো। সুতরাং আপনার মনোবল অটুট থাকা জরুরি।
গ্রামীণ মহিলাদের স্বল্প পুঁজি দিয়ে ঘরে বসে হাঁস ,মুরগি ,ছাগল পালন শুরু করতে পারে।
এছাড়া যারা দর্জির কাজ করতে পারেন তাদের জন্য এটা হতে পারে সুবর্ণ সুযোগ।
এর মধ্যে আরো রয়েছে ক্ষুদ্র পরিসরে শাকসবজি চাষ, যা বিক্রি করে টাকা উপার্জন করতে পারে।
মনে রাখবেন, অবহেলা, বঞ্চনার চেয়ে নিজে পরিশ্রমের টাকা দিয়ে চলতে পারা অনেক সম্মানের।