আধুনিক পদ্ধতিতে ছাগল পালন করে যেভাবে লাভবান হবেন,
সে বিষয়ে আলোচনা করবো ।
ছাগল এমন একটি প্রাণী যা পালন করতে বেশি জায়গার প্রয়োজন হয় না। খাবার কম লাগে, অসুখ কম হয় ।
তাছাড়া ছাগল একসাথে তিন থেকে চারটা বাচ্চা দেয়। যেটা খুবই লাভজনক ।
এজন্য ছাগলকে গরিবের গাভী বলা হয় ।
একটি ছাগল সর্ব প্রথম ছয় থেকে সাত মাসের মধ্যে বাচ্চা ধারণ করার ক্ষমতা অর্জন করে ।
সুতরাং ছাগল পালন খুবই লাভজনক ।
অল্প কিছু টাকা দিয়ে আপনি একটি ছাগল কিনলেন এবং যত্ন করলেন দেখবেন খুব সহজেই আপনার খামার বড়ো হতে থাকবে।
আধুনিক পদ্ধতিতে ছাগল পালন পদ্ধতি :
ছাগল খুবই শান্ত প্রকৃতির। এজন্য ঝুঁকি কম থাকে। ছাগল পালন করার জন্য আপনার প্রয়োজন একটি ঘর এবং সেখানে সবসময় খাবার দেয়া থাকবে। এটি হচ্ছে আবদ্ধ পদ্ধতি বা আটকে রেখে পালন করা। আটকে রেখে ছাগল পালন করলে লাভ হয় কিন্তু প্রথম দিকে একটু খাবার এর জন্য পুঁজি রাখতে হয়।
খোলা পদ্ধতিতে ছাগল পালন আরেকটি গুরুত্বপূর্ণ এবং সর্বোত্তম উপায়। এভাবে ছাগল পালন করলে খাবার কম লাগে কারণ বাইরে ঘুরে ঘুরে নিজের খাবার নিজে ম্যানেজ করতে পারে। এবং দ্রুত বেড়ে উঠতে সাহায্য করে।
এছাড়া আপনার প্রয়োজন রুটিন মাফিক ছাগল এর খাবার খাওয়ানো, ঘর পরিষ্কার রাখা, গোসল করানো
মোটামুটি এগুলো করলেই আপনি ছাগল পালনে সফল এবং লাভোবান হতে পারবেন।